Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plans

১. ভুট্টা চাষের আধুনিকায়ন ও শিল্প-সংযুক্তি

  • ভুট্টা চাষে উপজেলাটি কুমিল্লা জেলায় শীর্ষস্থানীয় হওয়ায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন ও গুণগত মান বৃদ্ধি।

  • ভুট্টা ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (যেমন: পশুখাদ্য, কর্ন ফ্লেক্স, তেল ইত্যাদি) গড়ে তোলা।

  • কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে আরও বড় পরিসরে চাষে উদ্বুদ্ধকরণ।

২. বস্তায় আদা চাষের সম্প্রসারণ ও বাজারজাতকরণ

  • জনপ্রিয় হয়ে ওঠা বস্তায় আদা চাষকে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নয়ন করা।

  • শহর কেন্দ্রিক বাড়ির ছাদেও আদা চাষের ট্রেন্ড চালু করা (Urban Agriculture)।

  • স্থানীয় ব্র্যান্ডিং করে বাজারে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।

৩. নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদন (Safe Food Production)

  • জৈব সার ও বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের উৎসাহ প্রদান।

  • বাজারে নিরাপদ ফসলের আলাদা কর্নার বা লেবেলিং ব্যবস্থা চালু করা।

৪. ডিজিটাল কৃষি সেবা ও তথ্য প্রযুক্তির ব্যবহার

  • কৃষকদের জন্য মোবাইল অ্যাপ বা এসএমএস ভিত্তিক পরামর্শ সেবা চালু।

  • কৃষি অফিসে “ডিজিটাল কৃষি হেল্প ডেস্ক” স্থাপন।

৫. কৃষি পর্যটন (Agro-Tourism)

৬. কৃষি উদ্যোক্তা তৈরি করা (পার্টনার প্রোগ্রামের আওতায় GAP পিএফএস এর মাধ্যমে বাস্তবায়ন)